সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ

এখানে কোনো চাকরী দেয়া হয় না। এখানে আপনার দক্ষতা অনুযায়ী সার্ভিস তৈরির মাধ্যমে উপার্জন করে নিজের কর্মসংস্থান নিজেকেই তৈরি করতে হবে। এটা চাকরীর চেয়েও উত্তম।

না, হালালজবসে সরাসরি কোনো প্রডাক্ট বিক্রির বিজ্ঞাপন এপ্রুভ করা হয় না। এখানে সেবা প্রদানের জন্য সার্ভিস তৈরি করতে পারবেন। তবে আপনার সার্ভিস যদি প্রোডাক্ট প্রস্তুতকরণের হয়ে থাকে তাহলে সেটা এপ্রুভ হবে। যেমন আপনি সরাসরি পাঞ্জাবি বিক্রির বিজ্ঞাপন দিলে তা এপ্রুভ হবে না, তবে আপনি যদি কারখানা থেকে পাঞ্জাবী প্রস্তুত করার সার্ভিস তৈরি করেন তা এপ্রুভ হবে।

কয়েকটি কারণে সার্ভিস এপ্রুভ হয় না। যেমন, আপনি যদি কোনো প্রডাক্ট বিক্রির সার্ভিস তৈরি করেন তাহলে এপ্রুভ হবে না। কোনো হারাম সার্ভিস এপ্রুভ হবে না। মানসম্মত না হলে এপ্রুভ হবে না। মেয়েদের ছবি আপলোড করলেও এপ্রুভ হবে না।

‘সাইন আপ’ বাটনে ক্লিক করে আপনার ইমেইল ব্যবহার করে একাউন্ট খুলতে পারেন।

হালালজবসে একাউন্ট খুলতে টাকার প্রয়োজন নেই।

হালালজবস এখন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি। ভবিষ্যতে কোনো চার্জ বসানো হলে ইউজারদের জানিয়ে দেওয়া হবে ইন শা আল্লাহ।

এখানে প্রজেক্ট খোলা একদম ফ্রি।

আপনি এক একাউন্ট থেকেই প্রজেক্ট তৈরি এবং সার্ভিস বিক্রি করতে পারবেন। মেনুবার থেকে Switch account বাটনে ক্লিক করে একাউন্টের টাইপ চেঞ্জ করতে পারবেন।

জ্বি। মেনুবার থেকে Switch account বাটনে ক্লিক করে একাউন্টের টাইপ চেঞ্জ করে করতে পারবেন।

যে বায়ার আপনার সার্ভিস ক্রয় করবে, তার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করে লেনদেন করতে হবে। আপাতত ব্যক্তিগত লেনদেনে হালালজবস কোনো হস্তক্ষেপ করছে না।

অবশ্যই, স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি উপার্জন করতে পারলে তো অনেক ভাল। আমরা সেটা আরো উৎসাহিত করি।

যে কেউ একাউন্ট তৈরি করে সার্ভিস বিক্রি করতে পারবে। তবে মেয়েদের বেপর্দা ছবি আপলোড করা যাবে না।